Wellcome to National Portal
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২৪

বয়লার বয়লার হস্তান্তর/ স্থানান্তর এর শর্তসমূহ

 
বয়লার বয়লার হস্তান্তর/ স্থানান্তর  এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
 
(১) যে প্রতিষ্ঠানে বয়লারটি ব্যবহৃত হবে তার লেটার হেড প্যাডে আবেদন ।

(২) আবেদনে মালিক বা স্বত্তাধিকারীর নাম, পদবী ও স্বাক্ষর থাকতে হবে।                 

(৩)  ট্রেড লাইসেন্সের কপি সংযুক্ত করতে হবে। 

(৪)  ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বয়লারের ক্রয় বিক্রয় চুক্তিনামা/ অনাপত্তিপত্র। 

(৫) বয়লার ও বয়লার কম্পোনেন্ট স্থাপনের পিএন্ডআই ডায়াগ্রাম এবং প্ল্যান অফ স্টীম পাইপ;

(৬) বয়লার কম্পোনেন্ট প্রস্তুতকারীর নিকট হতে বয়লার কম্পোনেন্ট প্রস্তুত ও পরীক্ষার সার্টিফিকেট কপি  (প্রযোজ্য ক্ষেত্রে);

(৭)  বয়লার রেজিষ্ট্রেশনপত্র ও নবায়ন সনদের কপি।