Wellcome to National Portal
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০২৪

প্রধান বয়লার পরিদর্শক

প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান

প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান ০১ জুন ২০১৫ খ্রিঃ তারিখে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে প্রধান বয়লার পরিদর্শক পদে যোগদান করেন। তিনি ১৯৭৫ সালে রাজবাড়ী জেলার জৌকুড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি “রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়” থেকে এস.এস.সি,  “রাজবাড়ী সরকারী কলেজ” থেকে এইচ.এস.সি এবং তৎকালীন বি.আই.টি রাজশাহী বর্তমানে রুয়েট থেকে বি.এস.সি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জন করেন।

 

তিনি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ২০০৪ সালে প্রথম “বয়লার পরিদর্শক” পদে যোগদান করেন। অতঃপর ২০১৩খ্রিঃ সালে উপ-প্রধান বয়লার পরিদর্শক পদে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে ২০১৫ সালে প্রধান বয়লার পরিদর্শক পদে নিয়োগ প্রাপ্ত হন।