Wellcome to National Portal
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০২২

বয়লার পরিচারক সনদ পাওয়ার শর্তসমূহ

প্রয়োজনীয় কাগজপত্র (দ্বিতীয় শ্রেণী জন্য):

 
১) প্রার্থীর বয়স ন্যুনতম ২১ (একুশ) বৎসর হইতে হইবে । 
২) প্রার্থীকে ন্যুনতম ৩ (তিন) বৎসরের সহকারী বয়লার অপারেটর হিসাবে কাজ করার অভিজ্ঞতা  থাকিতে হইবে। 
৩) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হইতে হইবে। 
 
প্রার্থীকে ফরমের সহিত নিম্নলিখিত কাগজপত্র দাখিল করিতে হইবে ঃ
 
(১) বয়লারের রেজিষ্ট্রেশন নম্বর উল্লে¬খপুর্বক অভিজ্ঞতা সনদপত্রের ২(দুই) কপি অনুলিপি। 
(২) বয়স প্রমানের সনদপত্র হিসাবে এসএসসি পাশের সনদপত্র (যদি থাকে)/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 
(৩) নাগরিকত্ব ও চরিত্রগত সনদপত্র। 
(৪) সা¤প্রতিক কালের তোলা পাসপোর্ট সাইজের  ৪ (চার) কপি ছবি। 
(৫) ৫০০/- (পাঁচশত টাকা ) মূল্যামানের ব্যাংকে জমাকৃত চালানের মুল কপি।
     (ব্যাংকে চালান জমা দেওয়ার খাত নং-১-৩৯৩১-০০০০-২০৩১)
 
প্রয়োজনীয় কাগজপত্র (প্রথম শ্রেণী জন্য) :
 
১) প্রার্থীর বয়স ন্যুনতম ২৩ (তেইশ) বৎসর হইতে হইবে । 
২) প্রার্থীকে ন্যুনতম ২ (দুই) বৎসরের দ্বিতীয় শ্রেণীর বয়লার পরিচারক হিসাবে অভিজ্ঞতা  থাকিতে হইবে। 
৩) বাংলাদেশের নাগরিক হইতে হইবে। 
 
 
 
প্রার্থীকে ফরমের সহিত নিম্নলিখিত কাগজপত্র দাখিল করিতে হইবে:
 
(১) দ্বিতীয় শ্রেণীর বয়লার পরিচারক সার্টিফিকেট এর ফটো কপি।
(২) বয়লারের রেজিষ্ট্রেশন নম্বর উলে¬খপুর্বক অভিজ্ঞতা সনদপত্রের ২(দুই) কপি অনুলিপি। 
(৩) বয়স প্রমানের সনদপত্র হিসাবে এসএসসি পাশের সনদপত্র (যদি থাকে জাতীয় পরিচয়পত্রের  ফটোকপি)। 
(৪) নাগরিকত্ব ও চরিত্রগত সনদপত্র। 
(৫) সা¤প্রতিক কালের তোলা পাসপোর্ট সাইজের  ৪ (চার) কপি ছবি। 
(৬) ৮০০/- (আটশত টাকা ) ব্যাংকে জমাকৃত চালানের মুল কপি ।
          (ব্যাংকে চালান জমা দেওয়ার খাত নং-১-৩৯৩১-০০০০-২০৩১)