Wellcome to National Portal
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২৪

অফিস পরিচিতি

 

বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় উপমহাদেশে ১৯২৩ সালে বয়লার আইন এবং ১৯২৪ সালে কলকাতায় বয়লার অফিস স্থাপন করা হয়। দেশ বিভাগের পর ১৯৪৭ সালে চট্টগ্রামে বয়লার অফিস স্থাপন করা হয় এবং পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর গৃহীত পরিকল্পনায় Order No. 909-Ind. dated- 13-5-1957 এর মাধ্যমে ১৯৫৭ সালের জুন মাসে ঢাকায় বয়লার অফিস স্থানান্তর করা হয়।

“বয়লার” শিল্প কারখানার জন্য একটি আবশ্যকীয় যন্ত্র। সাধারণত সকল কারখানায় বয়লার ব্যবহৃত হয়। তন্মধ্যে বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, চিনি কল, টেক্সটাইল মিল, পেপার মিল, ফিড মিল, রাইস মিল, ঔষধ শিল্প ও পোষাক শিল্প উল্লেখযোগ্য। কোন বয়লার দুর্ঘটনা কবলিত হলে বা বিস্ফোরিত হলে বয়লার সম্পৃক্ত পরিচারক ও জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হয়। বয়লারের সাথে সংশ্লিষ্ট জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বয়লার আইন, ১৯২৩ এর আওতায় বিভিন্ন সময়ে নিম্নে বর্ণিত বিধিমালা প্রণয়ন করা হয় :

 (১) বয়লার রেগুলেশন ১৯৫১

 (২) বয়লার এটেনডেন্ট রুলস ১৯৫৩

 (৩) বয়লার রুলস ১৯৬১।

পরবর্তীতে শিল্প কারখানায় বয়লার দুর্ঘটনার ঝুঁকি হ্রাস, বয়লার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত বয়লার নির্মাণ, আমদানি ও রপ্তানি, বয়লার ব্যবহার ও পরিচালনায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্প কারখানায় অধিকতর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বয়লার আইন, ১৯২৩ রহিত করে বয়লার আইন, ২০২২ প্রণয়ন করা হয়েছে।